অর্ধবৃত্তাকার, ছোট একটা রুম। বেশ সাদাসিধে, একটি মাত্র জানালা, একটিই দরজা আর আসবাবপত্র বলতে একটি সাদামাটা টেবিল আর টেবিলের দুপাশে সবমিলিয়ে ...

মৃত্যুদন্ড


অর্ধবৃত্তাকার, ছোট একটা রুম। বেশ সাদাসিধে, একটি মাত্র জানালা, একটিই দরজা আর আসবাবপত্র বলতে একটি সাদামাটা টেবিল আর টেবিলের দুপাশে সবমিলিয়ে তিনখানা আরো সাদামাটা চেয়ার। এর একটিতে সে বসে আছে, অপেক্ষা করছে কারো জন্য।

1 মন্তব্য(গুলি):