শীতের সকাল, সামনের পাহাড়ে থোকা থোকা কুয়াশা পুঞ্জীভূত হয়ে আছে মেঘের মত। একাকী একটা শিয়াল ডেকে উঠল কোথা থেকে যেন, কেউ উত্তর দিল না সে ডা...

ঘোড়সওয়ার


শীতের সকাল, সামনের পাহাড়ে থোকা থোকা কুয়াশা পুঞ্জীভূত হয়ে আছে মেঘের মত। একাকী একটা শিয়াল ডেকে উঠল কোথা থেকে যেন, কেউ উত্তর দিল না সে ডাকের। হঠাৎ এক দমকা হাওয়ায় কুয়াশার চাদর সরে গিয়ে দেখা গেল দুজন ঘোড়সওয়ার।


0 মন্তব্য(গুলি):