আসাদ গোটা চিঠিটা আরো একবার পড়ল, প্রতিটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে। পড়া শেষ করে সে সুন্দর করে কাগজটাকে ভাঁজ করে যত্ন করে খাকি খামটার ভেতর ঢুকি...

চিঠি

আসাদ গোটা চিঠিটা আরো একবার পড়ল, প্রতিটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে। পড়া শেষ করে সে সুন্দর করে কাগজটাকে ভাঁজ করে যত্ন করে খাকি খামটার ভেতর ঢুকিয়ে রাখলো। টেবিলে অবহেলায় পড়ে থাকা একটা ন্যাতানো গোল্ডলীফে আগুন ধরিয়ে ফুসফুস বিদীর্ণ করা এক দীর্ঘশ্বাস ফেলে আসাদ সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই জীবন রাখার আর কোন অর্থ নেই। 

 

4 মন্তব্য(গুলি):